কিছু এনজিও সরকারের নজরদারিতে রয়েছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/06/photo-1470496002.jpg)
কিছু বেসরকারি স্বেচ্ছাসেবক সংগঠন (এনজিও) সরকারের নজরদারিতে রয়েছে বলেও জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণের পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা জানান।
নুরুজ্জামান আহমেদ জানান, বন্যাদুর্গতের পুনর্বাসনের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। কৃষকদের পুনর্বাসনের জন্য ব্যাংকঋণ সুবিধার ব্যবস্থা করা হবে। জঙ্গিবাদ প্রশ্নে তিনি বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা মানুষকে বিচলিত করার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, শোলাকিয়ায় পুলিশের সদস্যকে মেরে ফেলেছে, এ দেশের মানুষ সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে না বলেছে। সন্ত্রাস-জঙ্গিবাদের মূল উৎপাটন করতে জননেত্রী শেখ হাসিনা বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, এ দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান হবে না। দেশের ১৬ কোটি মানুষকে সঙ্গে নিয়ে তিনি সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রতিহত করবেন।’
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরো বলেন, ‘সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও বন্যাদুর্গতদের জন্য কাজ করছে। বন্যাদুর্গত এলাকায় বিভিন্ন এনজিওর ক্ষুদ্রঋণের কিস্তির টাকা মওকুফ কিংবা সময় বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে।’
বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে এবং ৬৪টি সংগঠনকে ১০ হাজার টাকা করে এককালীন অনুদানের চেক দেওয়া হয়। চেক বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য সফুরা বেগম, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী।