ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উজ্জ্বল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত উজ্জ্বল শীর্ষস্থানীয় সন্ত্রাসী ছিলেন।urgentPhoto
সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে অভিযান চালালে উজ্জ্বল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় উজ্জ্বল নিহত হন। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও তিনটি গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জাহিদুল ইসলাম জানান, নিহত উজ্জ্বলের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। তাঁর লাশ সদর আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জানান, বন্দুকযুদ্ধের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বন্দুকের আঘাতে তাঁরা আহত হয়েছেন বলে জানান তিনি। তাঁদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।