ব্যাংকে হত্যাকাণ্ডে অন্যকিছু থাকতে পারে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সাভারের আশুলিয়ায় বিশেষায়িত বাংলাদেশ কমার্স ব্যাংকে দুর্বৃত্তদের হামলা ও হত্যাকাণ্ডের পেছনে অন্যকিছু থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে, দু-একদিনের মধ্যে বিষয়টি নিশ্চিতভাবে জানানো যাবে।
আজ বুধবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংক কাঠগড়া শাখা পরিদর্শনে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা যে ধরনের লুটতরাজ দেখেছি তার সাথে এর ভিন্নতা আছে। এখানে আমরা যেটা দেখেছি, এদের উদ্দেশ্য কী ছিল সেগুলো এখন প্রশ্নবিদ্ধ হয়েছে এখানের হত্যাকাণ্ডটা দেখে। এখানে তারা ক্লায়েন্টকে মেরেছে, এখানে ম্যানেজারকে মেরেছে, এখানে যে সিকিউরিটি গার্ড ছিল তাঁকে মেরেছে। প্রত্যেককে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে ছুরিকাঘাত করেছে। এটা বর্বরোচিত হত্যাকাণ্ড, তুলনা হয় না। আমাদের মনে হয়, এর পিছে অন্যকিছু থাকতে পারে। সেগুলি আমরা দেখছি। আমরা সেগুলো দেখে পরীক্ষা করে, তদন্ত করে আমরা পরবর্তী সময়ে সবই জানাব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, নিহত-আহতদের কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে সে বিষয়ে সরকার ভাবছে। তিনি স্থানীয় এলাকাবাসীকে সাহসিকতার জন্য ধন্যবাদ জানান।
এ সময় মন্ত্রীর সাথে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল ইসলাম, উপমহাপরিদর্শক (ডিআইজি) নূরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক পরিদর্শন শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগীদের দেখতে যান।