চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আটমাইল ভুলটিয়ায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৪) নামের এক আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার গিলাপোলা-বাটিকাডাঙ্গা গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে।
সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গাজী কাইয়ুম উদ্দিন জানান, সরোজগঞ্জ বাজার থেকে আলমসাধু নিয়ে ঝিনাইদহ অভিমুখে যাওয়ার সময় বিপরীতমুখী দ্রুতগামী মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৩-৩১৩৭) আটক করা হয়েছে।
এসআই কাইয়ুম জানান, নিহতের স্ত্রী সাথী বেগমকে খবর দেওয়া হয়েছে। তিনি চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।