বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে আজ রোববার ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। ছবি : এনটিভি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।
আজ রোববার সকাল ১০টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যের হত্যার সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।