পাট আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের গোডাউন কিপার গ্রেপ্তার

পাট আত্মসাতের মামলায় খুলনার সোনালী ব্যাংক দৌলতপুর করপোরেট শাখার গোডাউন কিপার সোহেল হোসেন জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তারের পর সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
দুদক খুলনার উপপরিচালক মো. আব্দুল হাই জানান, মেসার্স আকবার আলী অ্যান্ড সন্স গুদামে পাট দেখিয়ে সোনালী ব্যাংক দৌলতপুর করপোরেট শাখা থেকে সাত কোটি টাকা ঋণ নেন।
কিন্তু পরবর্তী সময়ে সরেজমিনে গুদাম পরিদর্শন করে তদন্ত কমিটি ৫১ হাজার ৪৫৭ মণ পাট কম পায়। যার মূল্য ছিল ছয় কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাক
এর পর দুদক পাট আত্মসাতের অভিযোগ এনে প্রতিষ্ঠানের কর্ণধার মো. রবিউল ইসলাম ও গোডাউন কিপার সোহেল হোসেন জোয়াদ্দারের নামে মামলা করে।
মামলার প্রধান আসামি রবিউল ইসলাম পলাতক রয়েছেন বলে জানান দুদক কর্মকর্তা।
মামলায় অভিযোগ করা হয়, গোডাউন কিপার পাট আত্মসাতের ব্যাপারে সহযোগিতা করেছিলেন।