ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় আজ সকালে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। তাঁদের লাশ কুমুদিনী হাসপাতালে রাখা হয়। ছবি : এনটিভি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে দেওহাটা এলাকায় বেঙ্গল কারখানার সামনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে টাঙ্গাইল থেকে ঢাকাগামী মুরগিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত পিকআপের অপর আরোহীকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হচ্ছিল। এর আগে পথেই তাঁর মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।