সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বেলতৈল গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কাজীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন জানান, শনিবার ভোরে বেলতৈল গ্রামের একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে এক যুবকের ঝুলিয়ে রাখা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে।
এসআই শাহীন আরো জানান, ওই যুবকের আনুমানিক বয়স ২৬-২৭ বছর। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা ও কী কারণে তাঁকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
শাহীন বলেন, লাশ কাজীপুর থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।