চুয়াডাঙ্গায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন

চুয়াডাঙ্গায় ‘সম্প্রীতির বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই’ স্লোগানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস, বিশেষ অতিথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি মার্টিন হীরক চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিথা ও সাংবাদিক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের এই আয়োজন সঠিক ও সময়োপযোগী হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সাংবাদিক ও জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবে।