টাঙ্গাইলে ঝড়ে চার শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড

টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলে রোববার হঠাৎ ঝড়ে চার শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এ ছাড়া প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। ছবি : এনটিভি
টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলে হঠাৎ ঝড়ে চার শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ভেঙে পড়েছে প্রচুর গাছপালা। প্রচণ্ড ঝড়ে দুটি গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
রোববার বিকেলে সদর উপজেলার কাতুলি ও হুগড়া ইউনিয়নে ঝড় আঘাত হানে। প্রায় এক মিনিট স্থায়ী ঝড়ে মুহূর্তে দুই ইউনিয়নের চারটি গ্রামের গাছপালা, ফসলি জমি ও ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঝড়ের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় সংসদ সদস্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু অর্থ বিতরণ করেন। প্রশাসনের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়।