গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। আজ বৃহস্পতিবার সকালে কারখানার সামনে তারা এই বিক্ষোভ করে।
শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকার হানিউল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পাওনা ছিল। ১ আগস্ট তাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তাদের পাওনা বেতন না দিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করে। কিন্তু শ্রমিকরা সকালে কর্মস্থলে গিয়ে কারখানার ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। এ সময় বেতন-ভাতা পরিশোধের দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানা ফটকের সামনে বিক্ষোভ শুরু করে এবং আমবাগ এলাকার আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।
কয়েকজন শ্রমিক জানান, তিন মাসের বেতন ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি-দাওয়ার ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় তারা আন্দোলনে নেমেছে।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিক আন্দোলনের কোনো খবর পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।’