গাজীপুরে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসব জন্মাষ্টমী।
এ উপলক্ষে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করেন।
জন্মাষ্টমী উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে জেলা শহর জয়দেবপুরের ইন্দ্রেশ্বর শিব মন্দির থেকে আজ বৃহস্পতিবার দুপুরে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনীন্দ্র চন্দ্র মণ্ডল, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক চন্দ্র দে, সহ-সভাপতি নারায়ণ কুমার দাস ও সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সাহা, শান্তি গোপাল সাহা, সুভাষ সাহা, শ্যামল সাহা, রুহি দাস সাহা ও মানিক দাসসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ ছাড়া শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করে।
সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।