ঝালকাঠিতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

এভাবেই শ্রীকৃষ্ণের সাজে আজ বৃহস্পতিবার ঝালকাঠির জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। ছবি : এনটিভি
ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী।
উৎসবকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের মদনমোহন মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
শ্রীকৃষ্ণের প্রতিকৃতি এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে শতশত ভক্ত নামকীর্তনসহ এ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শুরুর আগে মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি অমল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।
এ ছাড়া পূজা অর্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরেও শ্রীকৃষ্ণের এ জন্মোৎসব পালন করা হয়েছে।