ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারীরা।
আজ শুক্রবার ভোরে মহাসড়কের সূত্রাপুর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকটি সরাতে দেরি হওয়ায় মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়।
যানজটের বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ভোরে ওই মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকটি সরাতে দেরি হওয়ায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এর ওপর রাতভর বৃষ্টি, সড়কে ধারণক্ষমতার চেয়ে বেশি গাড়ি থাকা, গরুবাহী ট্রাক চলাচল শুরু হওয়া এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চার লেনের কাজ চলমান থাকায় এই যানজট দীর্ঘ হয়েছে।
ওসি আরো বলেন, চন্দ্রা থেকে কোনাবাড়ী, চন্দ্রা থেকে জিরানী এবং চন্দ্রা থেকে সূত্রাপুর পর্যন্ত এই যানজট ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকাব্যাপী বিস্তৃত হচ্ছে। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।