খুলনায় কথিত বন্দুকযুদ্ধে ‘জলদস্যু’ নিহত

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের ফুলতলা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘জলদস্যু’ নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টার পর এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম আবু বক্কর সর্দার ওরফে বক্কর। তিনি সুন্দরবনের জলদস্যু সাইজ্যা বাহিনীর প্রধান বলে র্যাব দাবি করেছে।
র্যাবের ভাষ্য, সাইজ্যা বাহিনীর প্রধান ও তাঁর সহযোগীরা সুন্দরবনের ফুলতলা এলাকায় অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব। এর পর র্যাবের একটি দল আজ সকালে সেখানে অভিযান চালায়। ওই সময় জলদুস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাইজ্যা বাহিনী প্রধান আবু বক্কর সর্দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
খুলনা র্যাব-৬-এর পরিচালক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার রফিকুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, দুটি দা এবং বেশ কিছু গুলি উদ্ধার করা হয়।