জঙ্গিবিরোধী সচেতনতায় চট্টগ্রামে সাইকেল র্যালি

‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ স্লোগান সামনে রেখে চট্টগ্রামের জেলা প্রশাসনের সহায়তায় সাইকেল র্যালি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
র্যালি শুরুর আগে চট্টগ্রামের মেয়র বলেন, ‘আজকে কিছু লোক, কিছু ব্যক্তি, গোষ্ঠী সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মানবতাবিরোধী ও ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র হিসেবে সন্ত্রাসী ও জঙ্গিবাদী সহায়তা-সহযোগিতা প্রদান করছেন। এটাকে অর্থায়নও করছে।’
র্যালিতে মেয়র ছাড়াও জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিনসহ প্রায় ২০০ তরুণ অংশ নেন।
উদ্বোধন শেষে সাইকেল র্যালিটি এমএ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এমএ আজিজ স্টেডিয়ামে গিয়ে র্যালিটি শেষ হয়।