চুয়াডাঙ্গায় বাসচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাসের চাপায় শহীদুল ইসলাম (৪৮) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে আলমডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুলের বাড়ি আলমডাঙ্গা উপজেলার দুর্গাপুর গ্রামে। তিনি উপজেলার কুমারী ইউপির সাবেক সদস্য ও ভুসিমাল ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আলমডাঙ্গার বন্ডবিল গ্রাম থেকে নিজ বাড়িতে মোটরসাইকেলে করে ফিরছিলেন শহীদুল ইসলাম। পথে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী বাসের ধাক্কায় তিনি রাস্তার ওপর পড়ে যান। বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মাসনুন আলম জানান, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের সন্ধানে নেমেছে পুলিশ।