খুলনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কালাম ফকিরকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়।
ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভাণ্ডারপাড়ায় নিজ বাড়ির কাছে কালামকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় গতকাল রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তাঁর মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম বলেন, ‘কালাম ফকিরকে পিটিয়ে বা কুপিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ হত্যাকাণ্ডের ঘটনায় আজ সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।