কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/27/photo-1472296303.jpg)
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা, সবজি ও ডালের বীজ এবং সার বিতরণ করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
আজ শনিবার জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে এক কৃষক সমাবেশে মন্ত্রী এসব বিতরণ করেন। বন্যায় জেলার ক্ষতিগ্রস্ত নয় উপজেলার ১৬ হাজার কৃষক ধানের চারা, সবজি ও ডালের বীজ এবং সার সহায়তা হিসেবে পাবেন।
এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা আইন মেনে চলি। সুপ্রিম কোর্টে রায় অনুয়ায়ী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। সকল আইন কানুন পর্যালোচনা ও বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কৃষক সমাবেশে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজার রহমান, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মঈনুদ্দিন আব্দুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ভাগ্য রানী বণিক, পুলিশ সুপার মো. তবারক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী।