চুয়াডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের এই স্থান থেকে আজ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের কেশবপুর গ্রামে মাথাভাঙ্গা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার পুলিশ আজ মঙ্গলবার বিকেলে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কেশবপুর গ্রামের খলিলুর রহমান জানান, আজ সকালে কেশবপুর ও বিষ্ণুপুর গ্রামের সংযোগ সেতুর পাশে কাশেম খাঁর জমিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিহতের যৌনাঙ্গসহ শরীরের অনেক স্থানের মাংস খসে পড়েছে। পরিচয় উদ্ধারে চারদিকে বার্তা পাঠানো হয়েছে।