চিংড়ি মাছে জেলি, আটক ৫

খুলনায় বিদেশে রপ্তানিযোগ্য চিংড়ি মাছে অপদ্রব্য বা জেলি ভরার সময় পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে জেলার পূর্ব রূপসায় তিনটি চিংড়ি ডিপোতে এ সময় অপদ্রব্য ভরা আড়াই হাজার কেজি চিংড়ি জব্দ করার দাবি করেছে খুলনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম (২০), ইব্রাহিম (২২), নাসির শেখ (২০), আবুল ফজল (৪০) ও মো. একরামুল হক।
র্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার এমদাদুল হক জানান, র্যাব বিকেলে অপ্সরী মৎস্য ডিপো, কালু ও চৌধুরী মাছ আড়তে অভিযান চালায়। এ সময় চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য গোপনে ইনজেকশন দিয়ে অপদ্রব্য ভরা হচ্ছিল। এসব জায়গা থেকে এই পাঁচজনকে আটক করা হয়। ঘটনাস্থলে অপদ্রব্য ভরা চিংড়ি এবং অপদ্রব্য তৈরির সরঞ্জামও আটক করা হয়।
উল্লেখ্য, এর আগে অপদ্রব্য ভরা চিংড়ি মাছবোঝাই কনটেইনার বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।