খুলনায় নবজাতকের লাশ উদ্ধার

খুলনা নগরীর গোবরচাকা এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ স্থানীয় বউবাজারের একটি নর্দমা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, কন্যাশিশুর লাশটি বউবাজারের পাশের একটি নর্দমার স্লাবের ওপরে থাকা ময়লার মধ্যে কে বা কারা ফেলে রেখে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা নবজাতককে ফেলে গেছে, তা জানা যায়নি।
ওসি আরো জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে লাশটি দাফনের জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।