অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

খুলনায় অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও কুপিয়ে এক ব্যবসায়ীর দুই লাখ ১১ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর টিবি ক্রস রোডে এ ঘটনা ঘটে।
খুলনা থানায় জিডি করতে এসে ঘটনার শিকার সাইফুল ইসলাম শিকদার জানান, রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোডে অবস্থিত দোকান শিকদার অ্যান্ড সন্স থেকে ভাই কামাল শিকদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। টিবি ক্রস রোডে আসার পর দুর্বৃত্তরা অতর্কিতে দুই ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের কোপে কামাল শিকদার আহত হন।
এ ব্যাপারে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার সময়ে দুই ভাই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে ছয়জন এসে তাঁদের গতি রোধ করে। একপর্যায়ে পিস্তল দেখিয়ে টাকার ব্যাগ নেওয়ার চেষ্টা করে।
এ সময় সাইফুল ইসলাম শিকদারের ভাই কামাল শিকদার বাধা দিলে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। কিন্তু কামাল শুয়ে পড়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দুর্বৃত্তরা সাইফুল ও কামালকে কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়। ব্যাগের ভেতর দোকানের ক্যাশ দুই লাখ ১১ হাজার টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী।