দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু ও সাংবাদিক আব্দুর নাহিদের ওপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ‘চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকবৃন্দ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হামলার শিকার আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মতিউর রহমান, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।
বক্তারা নাচোলের মানিকারা গ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
একইসঙ্গে বক্তারা সাংবাদিক আনোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে ব্যবাসীয় টি ইসলামের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।