সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়
আজিমপুরে ৫ পুলিশ আহত, নারী গুলিবিদ্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/10/photo-1473518465.jpg)
রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় চলছে। আজ শনিবার সন্ধ্যার পর পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় এক নারী গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীরা দুই পুলিশ সদস্যের হাতে কোপ দেয় এবং তিনজনের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে অসুস্থ করে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যার পর পুলিশ সদস্যরা আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। সেখানে এখন সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় চলছে।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদদাতা জানান, আজিমপুরের ঘটনার পর রাতে শারমিন (২৫) নামের গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে আনা হয়। সেই সঙ্গে পাঁচ পুলিশ সদস্যকে আনা হয়। এর মধ্যে দুজন হাতে ধারালো অস্ত্রের কোপ খেয়ে জখম হয়েছেন। তিনজনের চোখে মরিচের গুঁড়ো লেগেছে।