গাজীপুরে নানা আয়োজনে ঈদ উদযাপিত

গাজীপুরে আজ মঙ্গলবার সকাল ৮টায় ভাওয়াল রাজবাড়ী মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় ভাওয়াল রাজবাড়ী মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. মনির আহমেদ খান।
প্রধান ঈদ জামাতে জেলা প্রশাসক এম এম আলমসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পেশাজীবীরা অংশ নেন।
এ ছাড়া গাজীপুরের বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।