কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সফল হয়েছি : চট্টগ্রামের মেয়র

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় শতভাগ সফল হয়েছেন বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ঈদের দিন বিকেল ৪টার মধ্যে নগরী থেকে বর্জ্য অপসারণের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তা সফল হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় কোরবানি দেওয়া পশুর বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন শেষে আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান মেয়র।
এ সময় মেয়রের সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন ও ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিনসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীর ৪১টি ওয়ার্ডকে দুটি অঞ্চলে ভাগ করে দুই হাজার পরিচ্ছন্নতাকর্মী কোরবানির পশুর বর্জ্য সরানোর কাজ করছেন। সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু করেন সিটি করপোরেশনের কর্মীরা।
আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘এগুলো (কোরবানি দেওয়া পশুর বর্জ্য) তো আমাদের অপসারণ করতে হবে। আমরা কালকের জন্য অপেক্ষা করতে পারি না। (প্রতিটি ওয়ার্ডে) সমানসংখ্যক ট্রান্সপোর্ট আমরা নিয়োজিত রাখব এই বর্জ্য অপসারণ কার্যক্রমে। এর বাইরে আমরা এলাকাকে দুটো জোনে ভাগ করেছি—উত্তর আর দক্ষিণ। আমি মনে করি, আমরা যে পরিকল্পনা নিয়েছি, এ ক্ষেত্রে আমরা পরিচ্ছন্নতাকর্মী আমরা নিয়োজিত রেখেছি এবং যেসব গাড়িগুলো কাজ করছে তাতে মনে করে আমরা সফল হয়েছি। আমরা শত ভাগ সফল হয়েছি। নগরবাসীরা স্বচক্ষে দেখেছেন এবং সাংবাদিক ভাইয়ের আছেন আপনারাও দেখেছেন।’