রৌমারীতে নিজ ঘরে স্বামী-স্ত্রীর লাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/19/photo-1474274081.jpg)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্দবের ইউনিয়নে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল ৭টার দিকে বাইটকামারী গ্রামের নিজ ঘর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন গোলাম হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী শিল্পী খাতুন (২৭)। গোলামের লাশ ঝুলন্ত অবস্থায় এবং শিল্পীর লাশ মেঝেতে পড়ে ছিল। ঘরের দরজা বন্ধ ছিল।
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গোলাম হোসেনের মা বাহাতন ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় দুজনকে ডাকাডাকি করতে থাকেন। তাঁদের কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ছেলেকে ঝুলন্ত ও ছেলের বউকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়। পরে রৌমারী থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম জানান, গোলাম হোসেনের মাথায় বঁটির কোপের দাগ রয়েছে। আর স্ত্রী শিল্পী খাতুনের গলায় আঘাতের চিহ্ন ও জিহ্বা বের হওয়া অবস্থায় ঘরের মেঝেতে পাওয়া গেছে। লাশ দুটি কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।