নেত্রকোনার হাওরপাড়ে হচ্ছে পর্যটনকেন্দ্র

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলা সদরের হেমনগরে গড়ে উঠবে পর্যটনকেন্দ্র।
গতকাল সোমবার খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান বলেন, হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীতে পর্যটকদের আকর্ষণ করতে যা যা করণীয়, তার সবই করা হবে। তিনি বলেন, ‘হাওর হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির ভাণ্ডার। বর্ষায় এখানে জলরাশি দেখতে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন। কিন্তু পর্যটকদের থাকা-খাওয়া, নিরাপত্তা, যাতায়াতসহ নানা সমস্যায় জেলার সম্ভাবনাময় হাওরের এই খাত এখনো রয়েছে উপেক্ষিত। তাই এ উপজেলায় পর্যটনকেন্দ্র করা হবে।’
সাজ্জাদুল হাসান বলেন, জেলার এই ভাটি অঞ্চলের দৃশ্যমান উন্নয়ন করা হবে। খালিয়াজুরীতে চলাচলের জন্য নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। ধনু নদী খনন করাসহ এলাকার বেড়িবাঁধ যথাসময়ে মেরামত করে ফসল রক্ষার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ব্র্যাকের একটি ভাসমান স্কুল ও সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন পরিদর্শন করেন।
উপজেলার উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান শামছুজ্জামান তালুকদার সোয়েব সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ, তারাপ্রসন্ন দেব রায়, দীপংকর দত্ত রায়, মহসিন মিয়া, নুরু হুদা চৌধুরী জুয়েল।