সিটি নির্বাচনের ‘অনিয়ম, জালিয়াতি’ তুলে ধরবেন তাবিথ
সিটি নির্বাচনে ‘বিভিন্ন অনিয়ম ও জালভোটের’ কীর্তি তুলে ধরবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। আগামীকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তুলে ধরবেন।
তাবিথ আউয়ালের ব্যক্তিগত সহকারী নাজমুল হুদা রাজু আজ মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
নাজমুল জানিয়েছেন সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা উপস্থিত থাকবেন। তিনি আরো জানান, কীভাবে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ভোটকেন্দ্র দখল করেছে, কীভাবে তাবিথের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এসব বিষয়ে সাংবাদিকদের জানাবেন তাবিথ।
২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বেলা সাড়ে ১২টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তাবিথ। নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালভোট দেওয়ার অভিযোগ করেন তিনি। একই দাবিতে নির্বাচন বর্জন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে আফরোজা আব্বাস এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম।