ফাহমিদুল ইস্যুতে বাফুফের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

হামজা চৌধুরীর আগমন টপকে দেশের ক্রীড়াঙ্গনে এখন ফাহমিদুল ইসলামের নাম। ইতালি থেকে উড়িয়ে আনা হলেও, ১৮ বছর বয়সী এই তরুণকে রাখা হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে। তা নিয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার (১৮ মার্চ) মানববন্ধনও করেছেন ভক্তরা।
শুধু ভক্তরা নয়, ফাহমিদুলকে এভাবে দল থেকে বাদ দেওয়া মেনে নিতে পারেননি দেশের অনেক সাবেক তারকারাও। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ফাহমিদুল ইস্যুতে উত্তাল ফুটবলপাড়া।
ফাহমিদুলের বিষয়ে কথা বলতে বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি এই তরুণ ফুটবলার, ফিরে গেছেন ইতালিতে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার খেলায় সন্তুষ্ট হননি কাবরেরা।
আকস্মিকভাবে ফাহমিদুলের এমন বাদ পড়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সমর্থকরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ও বাফুফে ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ফুটবলপ্রেমীরা। এ সময় তাকে দ্রুত দলের ফেরানোর দাবি জানান সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এই ব্যাপারে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন ক্রীড়া উপদেষ্টা।