বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
আট বিভাগে ফ্যান জোন, থাকছে আরও চমক

দিন গড়াচ্ছে আর দর্শকরা গুণছেন প্রহর। আগামী ১০ জুন হতে যাওয়া বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি নেই দর্শকের। টিকিট নিয়ে একদিনেই শুরু হয়েছে হাহাকার। জাতীয় স্টেডিয়াম ঢাকার দর্শক ধারণক্ষমতা কম। তুমুল চাহিদার বিপরীতে মাত্র ২২ হাজার ৫০০ টিকিট। তবে, বিকল্প ব্যবস্থা নিয়ে আসার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আজ সোমবার (২৬ মে) জানিয়েছেন, সারা দেশের আটটি বিভাগে ম্যাচের দিন করা হবে ফ্যান জোন। বিশ্ব ফুটবলে ফ্যান জোন বেশ জনপ্রিয় ব্যাপার হলেও বাংলাদেশে এটি নতুন বটে।
তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার দর্শকরা। যারা মাঠে আসতে পারবেন না, তাদের কথা ভেবে আটটি বিভাগে ফ্যান জোন রাখার সিদ্ধান্ত নিয়েছি। টিকিট সংকট যেন ফুটবলের প্রতি ভালোবাসায় জল না ঢালে, তাই এই বিকল্প ব্যবস্থা। স্টেডিয়ামের বাইরেও নানা আয়োজন থাকবে। দর্শকরা খেলার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন।’
এদিকে, একদিন বিরতি দিয়ে আজ রাত থেকে আবারও শুরু হচ্ছে টিকিট বিক্রি। টিকিট বিক্রির অফিসিয়াল প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইটে রাত ১০টা থেকে ফের টিকিট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি।