চলন্ত ট্রাক ঢুকল বাড়িতে, শিশুসহ দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন প্রান্তিকপাড়ায় এক ট্রাকটি একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন প্রান্তিকপাড়ায় চলন্ত ট্রাক বাড়ির মধ্যে ঢুকে পড়ায় এক শিশুসহ দুজন আহত হয়েছে। আজ সোমবার সকালে ব্যাপক বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের আতাহার এলাকা থেকে আসা চালবাহী একটি ট্রাক সকাল ৯টার দিকে প্রান্তিকপাড়া মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মঞ্জুর হোসেনের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ঘরের মধ্যে থাকা দুই মাসের শিশুসন্তানসহ তার খালা শ্যামলী খাতুন (২৮) আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালককে আটক করে এবং সড়কে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।