নাচোলে চায়ের দোকানে ট্রাক, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় চায়ের দোকানে ইটবাহী ট্রাক ঢুকে গেলে তিনজন নিহত হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের খড়িবোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন খড়িবোনা গ্রামের আবদুল ওয়াহাব (৪৫) ও মোহাম্মদ গাজলু (৪৫) ও জোড়পুকুর গ্রামের তাবারক আলী (৫০)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দীন জানান, রহনপুর থেকে নাচোলগামী ইটবাহী ট্রাকটি খড়িবোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াহাবের চায়ের দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ওয়াহাব ও গাজলু নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে রাজশাহী মেডিল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাবারক মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।