বোদায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় সভা

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ত্রিসোতা মহাপীঠধাম শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শুভ মহালয়া উপলক্ষে শান্তি ও সম্প্রীতিমূলক ধর্মসভা শুক্রবার অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি নীতিশ কুমার বক্সী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক, বোদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মশিউর রহমান, বোদা উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও অধ্যাপক ফারুক আলম টবি বক্তব্য দেন।
ধর্মীয় আলোচনা করেন দিনাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ। আলোচনা সভা শেষে সনাতন ধর্মাবলম্বীরা স্বর্গীয় মা-বাবার উদ্দেশে তর্পণাদি, মাতৃপূজা, শিবপূজা, বিষ্ণু পূজা, শ্রীচণ্ডী ও গীতাপাঠ, মাতৃভজন, কীর্তন ও পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। পূজা-অর্চনা ও ধর্মীয় সভায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও রংপুর জেলার হিন্দুধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়।