বেলাবতে নতুন খাল খননের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীর বেলাবতে পুরাতন খাল সংস্কার না করে নতুন খাল খননের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট দক্ষিণপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে নতুন খাল খননের পরিকল্পনা প্রত্যাহার ও পুরাতন খাল সংস্কারের দাবি জানানো হয়েছে।
বক্তারা জানান, চরছায়েট দক্ষিণপাড়া স্লুইস গেইট থেকে দক্ষিণ দিকে অনেক পুরনো একটি খাল বীরকান্দা গ্রাম হয়ে আড়িয়াল খাঁ নদে প্রবাহিত হচ্ছে। যা পুনরায় খনন করলে গ্রামবাসী উপকৃত হবে। কিন্তু স্থানীয় বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাপ মিয়া খালটির গতিপথ পরিবর্তন করছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে স্লুইস গেইটের পশ্চিম দিক দিয়ে আড়িয়াল খাঁ নদ পর্যন্ত ৭০৭ ফুট দৈর্ঘ্যের ফসলি জমির ওপর দিয়ে নতুন খাল খননের উদ্যোগ নিয়েছেন।
গ্রামবাসী জানায়, পুরাতন খালটি পুনরায় খনন করা হলে সরকারের অনেক টাকা বেঁচে যাবে। অন্যদিকে নতুন খাল খনন করা হলে এলাকার সাধারণ কৃষকের শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তা ছাড়া পুরাতন খালটি উপেক্ষা করে নতুন খাল খননের চেষ্টা অব্যহত থাকলে যেকোনো সময় সংঘর্ষের সৃষ্টি হতে পারে। তারা নতুন খাল খনন না করে পুরোনো খালটি পুনরায় খননের দাবি জানায়।
মানববন্ধনে অংশ নেওয়া চরছায়েট গ্রামের কৃষক রাজু মিয়া বলেন, ‘চেয়ারম্যানের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য পুরাতন খাল খনন না করে নতুন খাল খননের চেষ্টা করছেন। নতুন খাল খনন করা হলে তারা লাভবান হলেও আমার মতো শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হবে।’
মানববন্ধনে অন্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা রইস উদ্দিন আহমেদ, বরজু মিয়া, নুরুল ইসলাম, শরীয়ত উল্লাহ প্রমুখ।
এই ব্যাপারে জানতে চাইলে স্থানীয় বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাপ মিয়া বলেন, এলাকাবাসীর বেশির ভাগ লোকই নতুন খাল খননের পক্ষে। তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু লোকের আবেদনের পরিপ্রেক্ষিতে যদি খাল খনন বন্ধ হয়ে যায় তাহলে আমার কোনো ক্ষতি নেই।