চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামান ও দুদকের লোগো
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা চাওয়া হয়েছে।
আক্তার হোসেন আরও বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বরাবর দুটি রিকুইজিশন দেওয়া হয়েছে।