মান্দায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী রাজার ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভোলাবাজারে হামলার এ ঘটনা ঘটে। এ সময় হারুন রশিদ ওরফে ভোলা (৩৬) ও রুহুল আমিন (২৭) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা জানান, ইউনিয়নের ভোলা বাজারে তাঁর ব্যক্তিগত কার্যালয় রয়েছে। ঘটনার দিন সন্ধ্যার পর সেখানে ইউনিয়নের লোকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি নির্বাচনে পরাজিত প্রার্থী আনিছুর রহমান। আনিছুর রহমানের নেতৃত্বে খাদেমুল, সোহেল, সোহাগ, মাসুদ, একাব্বরসহ ১০-১২ জন তাঁর কার্যালয়ে গিয়ে কোনো কারণ ছাড়াই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
চেয়ারম্যান আরো বলেন, একপর্যায়ে আনিছুর রহমানসহ অন্যরা তাঁর ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এস সময় বাধা দিতে গিয়ে ভোলা ও রুহুল আমিন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চেয়ারম্যান রাজা অভিযোগ করে বলেন, গত ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনিসহ পরাজিত আনিছুর রহমান আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হন। পরে তাঁরা দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে জয়লাভ করেন ইয়াছিন আলী রাজা।
এসব অভিযোগ অস্বীকার করে আনিছুর রহমান বলেন, চেয়ারম্যান রাজার ছেলে আল-আমিন কোনো কারণ ছাড়াই তাঁর লোকজনকে অপদস্থ করে আসছিলেন। বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় চেয়ারম্যান পক্ষের লোকজনের হামলায় তিনি আহত হয়েছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।