খালেদা জিয়াকে সর্বোচ্চ সুযোগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তাঁর দলের নেতাদের বিভিন্ন মামলায় সর্বোচ্চ সুযোগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার নরসিংহপুরে রাফেতুন নেসা মেমোরিয়াল হাসপাতাল ও নিউ ঢাকা ইনস্টিটিউট অব টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশে আইনের শাসনের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু হত্যা মামলা উনি কিন্তু অন্যভাবে করতে পারতেন, করেননি। প্রচলিত আইনের মধ্যেই তিনি এই বিচার সম্পন্ন করেছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের সর্বোচ্চ সুযোগ দেওয়া হচ্ছে যাতে তাঁরা আইনের প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে তাঁদের আবেদন-নিবেদন করতে পারেন। আর তিনি যদি ক্রমান্বয়ে এর ব্যত্যয় ঘটান, তাহলে আইনে যা আছে তাই হবে।’
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ডা. আকরাম, শাখাওয়াত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।