নীলফামারীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর উত্তর বালাপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে এ দুই শিশু নিখোঁজ হয়, পরে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো ওই গ্রামের রিয়া আক্তার (৮) ও চাচাতো বোন আশা মনি (৭)। তারা দুজনই স্থানীয় গুডমর্নিং কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসীর বরাত দিয়ে কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী জানান, শিশু দুটি অন্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে সন্ধ্যার দিকে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।