পাবনায় শিক্ষকের লাশ উদ্ধার

পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে আজ সোমবার ভোরে সুমন দাস (২৭) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
সুমন দাস কাশিনাথপুর ভোকেশনাল হাইস্কুলের শিক্ষক। কাশিনাথপুরের হরিদেবপুর গ্রামে বাড়ির সামনে তাঁর কম্পিউটারের দোকান রয়েছে। এ ছাড়া তিনি তবলাবাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি হরিদেবপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নিপেন দাসের ছেলে ও বিশিষ্ট সংগীতশিল্পী পূজন দাসের ছোট ভাই।
পুলিশ জানায়, আজ সোমবার ভোরে হরিদেবপুর গ্রামের কম্পিউটারের দোকানের ভেতর থেকে সুমন দাসকে মৃত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে।
নিহত সুমনের বাবা নিপেন দাস জানান, দীর্ঘদিন ধরে তাঁর এক নিকট আত্মীয়ের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষের লোকজন একাধিকবার তাঁর ছেলে সুমন দাস ও পূজন দাসকে মারধর করেছে। বিষয়টি নিয়ে একাধিকবার থানায় বিচার সালিস হয়েছে।
বেড়ার আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান জানান, থানায় অভিযোগের ভিত্তিতে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।