ঝিনাইদহে বাসের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যশোর থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঞ্জের কেয়াবাগান নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বিপদ টের পেয়ে বাসটি নিয়ে চালক দ্রুত পালানোর চেষ্টা করলে সড়কের পাশের একটি গাছে ধাক্কা মারে। এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, নিহত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। সড়কটি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।