নওগাঁয় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয় তাঁকে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রফিক জানান, গতকাল রাতে কে বা কারা মোবাইল ফোনে বিশেষ কাজের কথা বললে শফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে করে বের হয়ে আসেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ইছাপুর মোড়ে শফিকুল ইসলাম এবং তাঁর মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থল ইছাপুর মোড়ে পৌঁছায়। উদ্ধার তৎপরতা চলছে।
ওসি আরো জানান, নিহত শফিকুল ইসলাম উপজেলার কাঁটাবাড়ী গ্রামের সেবাত উদ্দিনের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। শফিকুল ইসলামের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।