চাঁপাইনবাবগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’র র্যালি ও সমাবেশ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত র্যালি ও সমাবেশ। ছবি : এনটিভি
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ সাটু হল এলাকা থেকে এই উপলক্ষে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এম মঞ্জুর রেজা।