গাজীপুরে ইউপি ভোট নিয়ে মতবিনিময় সভা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩১ অক্টোবর এ ইউপিতে ভোট হবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও আচরণবিধিবিষয়ক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছানোয়ার হোসেন।
এ ছাড়া সভায় চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য পদপ্রার্থীসহ র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছজন, সংরক্ষিত নারী আসনে ১০ জন এবং সাধারণ আসনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ হাজার ২৯৩ জন ভোটার নয়টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এর আগে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে গত ৪ জুন আদালতের নির্দেশে এ ইউনিয়নের নির্বাচন বন্ধ ছিল।