খুলনায় চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজীকে চাল আত্মসাতের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার সার্কিট হাউজের সামনে থেকে চেয়ারম্যান জিয়া গাজীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
দুদক খুলনার উপপরিচালক এস এম শামীম ইকবাল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈদুল আজহা উপলক্ষে সেনহাটি ইউনিয়ন পরিষদের জন্য ভিজিএফের চাল বরাদ্দ করা হয়। গত ৮ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় গুদামে ৮৯৪ বস্তা চাল পাওয়া যায়। যা বরাদ্দকৃত চালের থেকে দেড়শ বস্তা কম।
জিজ্ঞাসাবাদের পর চেয়ারম্যান দেড়শ বস্তা চাল বের করে দেন। চাল আত্মসাতের ঘটনায় ওই দিনই চেয়ারম্যানের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা করে দুদক।
আজ এ মামলায় চেয়ারম্যনকে গ্রেপ্তার করা হয়েছে।