বাগেরহাটে ‘নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/03/photo-1478148077.jpg)
বাগেরহাট সদর উপজেলার দড়াটানা সেতু এলাকায় ‘নব্য জেএমবি’র চার সদস্যকে আটক করেছে পুলিশ। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
আজ বৃহস্পতিবার ভোরে ওই চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন সাতক্ষীরার গৌয়াড়েকান্দা এলাকার মাকসুদুর রহমান ওরফে তোতা মিয়া (২৪), কদমতলা কাশিপুর এলাকার মোর্শেদ আলম (২০), ইতাইগাছা এলাকার সাইফুল ইসলাম ও পিরোজপুরের নাজিরপুর এলাকার জহিরুল ইসলাম (২২)। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে।
পুলিশের ভাষ্য, আজ ভোররাতে দড়াটানা সেতু এলাকার একটি চায়ের দোকানে সাত-আটজন অপরিচিত লোক জড়ো হওয়ার খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ওই সময়ে নব্য জেএমবির সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ কৌশলে চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, চারজনকে তাল্লাশি করে একটি রিভলবার, কয়েকটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বিশ্বাসের নেতৃত্বে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।