নবীনগরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/16/photo-1431763452.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে আল মামুন (৩৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আল মামুন বিটঘর ইউনিয়নের সদস্য ছিলেন। তাঁর বাড়িও একই গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা মামুনের ওপর হামলা করে। এর একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা বলেন, পূর্বশত্রুতার জের ধরে মামুনকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। এরই মধ্যেই এ হামলায় জড়িত সন্দেহে মর্জিনা বেগম (৪০) নামের মামুনের এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে।