ঝালকাঠিতে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

দুদিনের অভিযানে ঝালকাঠি শহরের ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে এই অভিযান শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ।
এ সময় পৌর এলাকায় রাস্তার পাশ দখল করে থাকা দোকানগুলো ভেঙে ফেলা হয়। গতকাল বেলা ১১টায় স্থানীয় পৌর খেয়াঘাট এলাকা থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে সংক্ষিপ্ত সময়ের নোটিশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে এর সমালোচনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে শহরে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে পৌরসভা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযানে ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকার, পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপনসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে ঝালকাঠি পৌর এলাকায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। দুদিনে প্রায় ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।