যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/11/photo-1478847036.jpg)
নারায়ণগঞ্জে আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মহানগর যুবলীগ।
দিনটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় নগরীর দেওভোগ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক আলী রেজা আহাম্মদ উজ্জ্বল।
বড় আকারের জাতীয় পতাকা প্রদর্শন করে বাদ্য-বাজনায় সুসজ্জিত শোভাযাত্রাটি বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তার পর ডিআইটি চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পর জেলা আওয়ামী লীগ অফিসে কেক কাটা হয়।